প্রতিষ্ঠানের ইতিহাস

image-not-found

بسم الله الرحمن الرحيم
ভোলদিঘী কামিল মাদ্রাসার ইতিহাস ও প্রতিষ্ঠাতা হাজী মফিজ উদ্দিন (রহঃ)
আল্লাহর সন্তুষ্টি অর্জন, ইসলামের প্রচার প্রসার কোরআন মাজীদ ও হাদীসের শিক্ষা ও গবেষণায় মোহাম্মদ (সাঃ) এর অনুসরণ, অনুকরণ মতাদর্শ প্রচার এর জন্য বাংলাদেশের চাঁদপুর জেলার শাহরাস্তি উপজেলাধীন ভোলদিঘী গ্রামে এলাকাবাসীর সহযোগিতায় আল্লাহ তায়ালার কবুলিয়াত এর মাধ্যমে হাজী মফিজ উদ্দিন (রঃ) ০১/০১/১৯৫৩ সালে প্রতিষ্ঠা করেন ভোলদিঘী কামিল মাদ্রাসা। ১৯৫২ সালে হাজী মফিজ উদ্দিন (রঃ) হজ্জ্ব পালনের জন্য মক্কায় গমন করেন। এক রাত্রিতে তিনি কাবায় তাওয়াফ করতে যান। তাওয়াফ শেষে মাকামে ইব্রাহিমে দু'রাকআত সালাত আদায় করার পরে দোয়া মোনাজাত জিকিরের পর মাহ্তাবে ঘুমিয়ে পড়েন। স্বপ্নে দেখেন একজন তাকে বলছে ইসলাম প্রচারে, ইসলামী গবেষণার জন্য মাদ্রাসা প্রতিষ্ঠা করার জন্য। হজ্জ্ব শেষে বাড়ি এসে এলাকাবাসীর সহযোগিতায় বড় ভাই হাজী নজুম উদ্দিন (রহঃ) এর পরামর্শ ও সহযোগিতায় ০১/০১/১৯৫৩ সালে প্রতিষ্ঠা করেন ভোলদিঘী কামিল মাদ্রাসা। এই মাদ্রাসা এখন চাঁদপুর জেলার শ্রেষ্ঠ ও বাংলাদেশের অন্যতম মাদ্রাসা। মাদ্রাসাটি দাখিল সাধারণ, বিজ্ঞান ও মোজাব্বিদ বিভাগ, আলিম শ্রেণীতে সাধারণ ও বিজ্ঞান বিভাগ, ফাযিল বিএ, কামিল হাদিস, তাফসির, ফিক্হ, আদব বিভাগ। ফাযিল আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ অনার্স বিভাগ। রয়েছে নূরানী শাখা, হিফজুল কুরআন শাখা। বর্তমানে মাদ্রাসায় প্রায় ১১০০জন শিক্ষার্থী রয়েছে। মাদ্রাসার অধ্যক্ষ মোঃ দেলওয়ার হোসেন জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৮ তে চট্টগ্রাম বিভাগে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। তিনি প্রতিষ্ঠাতার বড় ছেলে। অধ্যক্ষের মাধ্যমে ২০০৫ সালে ভোলদিঘী ফাযিল মাদ্রাসা হাদিস বিভাগ নিয়ে কামিল স্তরে উন্নীত হয়। ২০১৭ সালে কামিল ফিকহ বিভাগ, ২০২২ সালে কামিল তাফসীর ও আদব বিভাগ এবং ফাযিল অনার্স বিভাগ খোলেন। ২০১৯ সালে কামিল স্তর এমপিওভুক্ত হয়। ২০১৩ সালে কামিল পাবলিক পরীক্ষার কেন্দ্র স্থাপন করেন। অধ্যক্ষ মোঃ দেলওয়ার হোসেন মাদ্রাসার শিক্ষার উন্নয়নে মাদ্রাসার সংযুক্ত ভোলদিঘী এতিমখানা, নূরানী মাদ্রাসা, হেফজুল কুরআন বিভাগ প্রতিষ্ঠা করেন। মাদ্রাসাটি অত্যন্ত মনোরম পরিবেশে অবস্থিত। অত্র মাদ্রাসার শিক্ষার্থীগণ কর্মজীবনে মাদ্রাসার শিক্ষক, ইমাম, খতিব, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিল্পপতি, ব্যবসায়ী পাবলিক সার্ভিস কমিশনের অধীনে বিসিএস পাস করে বিভিন্ন মন্ত্রণালয়ে কর্মরত, কেউ অবসরে। উন্নতমানের শিক্ষা, ভালো ফলাফল, ইসলামিক অনুশাসন, শৃঙ্খলা, একাগ্রতা শিক্ষকগণের পাঠদানের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি, শিক্ষার্থীদের নিয়মানুবর্তিতা, অধ্যবসায় এবং এলাকাবাসী ও অভিভাবকদের আন্তরিকতাপূর্ণ সমন্বয়। অধ্যক্ষের বিরামহীন চেষ্টা সৃজনশীল পরিকল্পনায় মাদ্রাসাটিকে করে তুলেছে শ্রেষ্ঠত্ব যা শাহরাস্তির জন্য গৌরব। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মফিজ উদ্দিন (রহঃ) একজন সাধারণ ব্যবসায়ী ছিলেন। মাদ্রাসাকে মনে-প্রাণে ভালোবাসতেন। মাদ্রাসা প্রতিষ্ঠায় পরকালের মুক্তিই ছিল তার আসল উদ্দেশ্য। বর্তমানে মাদ্রাসায় ৩৭ জন শিক্ষক ও ০৯ জন কর্মকর্তা-কর্মচারী আছেন। কামিল স্তরে ০৪ জন মুহাদ্দিস, ফকিহ, আদিব ও মুফাসসির এমপিওভুক্ত। ০১/০১/১৯৮৪ হইতে ফাযিল স্তর এমপিওভুক্ত হয়। আজকের এই ভোলদিঘী কামিল মাদ্রাসা সমৃদ্ধি এলাকাবাসী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক সমন্বিত ফল। এলাকাবাসীর সেবার মনোভাব নিয়ে মান সম্পন্ন শিক্ষা প্রসারে এবং কৃতিত্বপূর্ণ ফল অর্জন করে এই প্রতিষ্ঠানটি ইতিমধ্যে মানুষের হৃদয়ে একটি স্থান করে নিয়েছে। প্রতিষ্ঠানের সার্বিক ক্ষেত্রে সফলতার জন্য মানুষের মাঝে এক ধরনের চাহিদা সৃষ্টি হওয়ায় তাঁরা তাঁদের কোমলমতি ছেলে মেয়েদের এই প্রতিষ্ঠানে পড়াশুনা করাতে যথেষ্ট আগ্রহী হয়ে উঠেছেন। প্রতিষ্ঠানের সাফল্যে অভিভাকগণের মধ্যে ইতিবাচক প্রভাব ছাড়াও বিভিন্ন পর্যায়ে বেশ প্রসংশনীয় অবদান রাখছে। সবকিছুর মূলে রয়েছে প্রতিষ্ঠানের অটুট শৃঙ্খলা, শিক্ষকগণের একাগ্রতা, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকগণের মধ্যে সমন্বয় সাধন। শিক্ষার্থীদেরকে উপযুক্তভাবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য বাস্তবায়নের জন্য আমাদের রয়েছে বিরামহীন চেষ্টা ও পরিকল্পনা। সুন্নতের উপর একাগ্র থাকার জন্য শিক্ষার্থীদেরকে কঠোর নিদের্শনা দেয়া হয়। আল্লাহর ভয়, জ্ঞানীর পরামর্শ, বিদ্যানের সাহচর্য, সুবিচার, সমালোচনা সহিষ্ণুতা, অস্থিরতা পরিহার করার মত ধৈর্য্য দেশপ্রেমিক ইসলাম প্রিয় ধার্মিক মুত্তাকী, পরকালের ভীতিওয়ালা নাগররিক গড়াই ভোলদিঘী কামিল মাদ্রাসার মূল লক্ষ্য।

সভাপতির বাণী

image-not-found

বিসমিল্লাহির রাহমানির রাহিম ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ,
আমি মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ নুরুল আমিন আমার বাড়ি ভোলদিঘী কামিল মাদ্রাসার পার্শ্ববর্তী কাজিরকাপ গ্রামে। ছোটবেলা থেকে এই মাদ্রাসার খুঁটিনাটিসহ সভা, মাহফিল, শিক্ষক, শিক্ষার্থী সম্পর্কে আমার ধারণা ছিল। আমার বাড়ির সামনে দিয়েই এই মাদ্রাসার শিক্ষার্থীরা মাদ্রাসায় যেতেন এখনো যায়। ০১/০১/ ১৯৫৩খ্রিঃ সালে প্রতিষ্ঠিত, শতায়ুর কাছাকাছি বয়সের, চাঁদপুর জেলার শ্রেষ্ঠ, বাংলাদেশের অন্যতম, একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ভোলদিঘী কামিল মাদ্রাসা। এখানে কামিলে চারটি বিভাগ, অনার্স । শিক্ষায় গবেষণায় সমৃদ্ধশালী। গত এক বছর হল আমি এই মাদ্রাসার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে আসছি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাজী মফিজ উদ্দিন (রহঃ) একজন আল্লাহর নেক বান্দা। তারই সুযোগ্য সন্তান বর্তমান অধ্যক্ষ আলহাজ্ব মাওলানা মোঃ দেলওয়ার হোসেন এর নেতৃত্বে মাদ্রাসার গভার্ণিং বডি, এলাকাবাসী, শিক্ষক শিক্ষার্থী, অভিভাবকের এক নিবিড় সম্পর্কের কৃতিত্বপূর্ণ উদাহরণ হল আজকের ভোলদিঘী কামিল মাদ্রাসা। মাদ্রাসার নিজস্ব ওয়েব সাইট চালু হলো। তথ্যপ্রযুক্তি নির্ভর ইন্টারনেট এর এই যুগে এর বিকল্প নাই। আমার বিশ্বাস এবং আমি আশা করি ভোলদিঘী কামিল মাদ্রাসা বাংলাদেশের সেরা একটি মাদ্রাসায় রূপান্তরিত হবে। মাদ্রাসার সার্বিক খোঁজ খবর সারা পৃথিবী এখন থেকে মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবে। মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী, গভর্নিং বডি, এলাকাবাসী সবাইকে নিয়মিত মাদ্রাসার ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ ।

অধ্যক্ষের বাণী

image-not-found

بسم الله الرحمن الرحيم
السلام عليكم ورحمه الله وبركاته
স্বাগতম বিশ্ব বাসী কে ভোলদিঘী কামিল মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইটে। আমার প্রিয় দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। আমার হৃদয়ের স্পন্দন। আমার ভালোবাসার দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ইসলামিক গবেষণাগার মাদ্রাসা শাহরাস্তি চাঁদপুর এর ভোলদিঘী কামিল মাদ্রাসা। আজকের পৃথিবী ডিজিটাল নির্ভর। মাত্র কিছুদিন আগেও মানুষ চিঠিপত্রের মাধ্যমে মনের ভাব আদান প্রদান করত। পত্র-পত্রিকার মাধ্যমে খোঁজখবর জানতাম। কিন্তু আজ পৃথিবীর যেখান থেকে যা কিছু হোক মুহূর্তের মধ্যে সারা পৃথিবী জেনে যায়। এমন এক রঙ্গিন পৃথিবীতে আমরা বাস করি কি চমৎকার এই পৃথিবী। এই ইন্টারনেট রঙিন পৃথিবী আমাদেরকে স্বপ্নে বিভোর করে রেখেছে। আমরাও ইন্টারনেট জগতের সাথে একাত্ম হয়ে মাদ্রাসা যুগের চাহিদা, সময়ের দাবি, মুহুর্তের প্রয়োজনে মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইট ছাড়া আর কোন বিকল্প নাই। এখন থেকে মাদ্রাসার ইতিহাস ঐতিহ্য অতীত বর্তমান ভবিষ্যৎ সবকিছু দিয়ে এই ওয়েবসাইট সাজানো হবে। প্রাথমিক ভুল ত্রুটি থাকবে ভবিষ্যতে এই ওয়েবসাইট সমৃদ্ধ হবে ইনশা-আল্লাহ। আমি মোঃ দেলওয়ার হোসেন, প্রিন্সিপাল, ভোলদিঘী কামিল মাদ্রাসা, শাহরাস্তি, চাঁদপুর। ভোলদিঘী কামিল মাদ্রাসার নিজস্ব ওয়েবসাইটের শুভ ক্ষণে, রঙ্গিন পৃথিবীর সাথে তাল মিলিয়ে চলার আশা পোষণ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য অনুরোধ করছি। মাদ্রাসার সকল তথ্য এখন থেকে ওয়েব সাইটে পাওয়া যাবে। শিক্ষক/কর্ম©চারী তালিকা ও সংখ্যা তথ্য, শিক্ষার্থী সংখ্যা তথ্য, ফলাফল, নোটিশ মাদ্রাসার অবকাঠামো, শ্রেণিকক্ষ, পাঠদান পদ্ধতি সহ যাবতীয় সকল আপডেট তথ্য, সবকিছু এখন থেকে ওয়েব সাইটে প্রকাশ হবে। আপনি আপনার পরামর্শ ও মতামত দিন আমাদের মূল উদ্দেশ্য হবে পরকালীন মুক্তির জন্য যোগ্য মুত্তাকী সুন্নতের উপরে প্রতিষ্ঠিত ইসলাম প্রিয়, আল্লাহওয়ালা, নবী ওয়ালা, মাদ্রাসা প্রিয়, দেশ প্রেমিক, ইসলাম প্রেমিক নাগরিক তৈরি করা। সকলকে আন্তরিক মোবারকবাদ।